বিখ্যাত ভারতীয় শেফ মনিষ মেহরোথরার ফাইন ডাইনিং ইন্ডিয়ান একসেন্ট রেষ্টুরেন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়ান একসেন্ট ফাইন ডাইনিং ইন্ডিয়ান খাবারের রেষ্টুরেন্ট হিসাবে বেশ সুনাম অর্জন করেছে। নিউইয়র্ক, নয়া দিল্লীর পর অনেক আশা নিয়ে লন্ডনের অভিজাত পাড়া মে ফেয়ার এলাকায় একটি শাখা ২০১৭ সালের ডিসেম্বরে খোলা হয়।কিন্তু দু:খজনক ভাবে এই রেষ্টুরেন্টটি চিরতরে বন্ধ হয়ে গেছে।পরিচালকরা অবশ্য এর কারণ হিসাবে করোনা ভাইরাস জনিত অনিশ্চয়তাকে দায়ী করেছেন।লন্ডনের সকল ফাইন ডাইনিং ইন্ডিয়ান রেষ্টুরেন্টই করোনা ক্রাইসিসে চাপের মুখে রয়েছে।