অর্থনীতি সক্রিয় করতে হসপিটালিটি সেক্টরে ৬ মাসের জন্য ভিএটি ৫%

 

দেশের অর্থনীতিকে আরও সচল করে তুলতে চ্যান্সেলর অব এক্সচেকার রিশি সোনাক ৮ জুলাই পার্লামেন্ট আরও ৩০ বিলিয়ন পাউন্ডের প্যাকেজ ঘোষণা করেছেন। বিশেষ করে হসপিটালিটি ও ট্যুরিজম সেক্টরে ব্যবসা বাড়াতে এবং সাধারণ মানুষ যাতে খরচের মাধ্যমে অর্থনীতিকে আরও সক্রিয় করে তোলে সে ব্যাপারে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন তিনি।
এরমধ্যে রয়েছে আগামী ৬ মাসের জন্য হোটেল, রেষ্টুরেন্ট, পাব ইত্যাদিতে ভিএটির রেট কমিয়ে ৫ পারসেন্টে নিয়ে আসা, পাব এবং রেষ্টুরেন্টে খাবার বিলে ৫০ পারসেন্ট ডিসকাউন্ট, ফারলো থেকে এম্পলয়িদের চাকরিতে ফিরিয়ে আনলে এক হাজার পাউন্ড করে এম্পলয়ারদের বোনাস প্রদান, অল্পবয়সিদের চাকরিতে নিলে তাদের বেতনের একটি অংশ সরকার পরিশোধ করবে ইত্যাদি। চ্যান্সেলরের এই ঘোষণাকে ইন্ডাষ্ট্রির অনেকেই ইতিবাচক হিসাবে দেখছেন।
ব্রিটিশ পার্লামেন্টে চ্যান্সেলর রিশি সোনাকের মিনি বাজেটে এও ঘোষণা দেয়া হয় যে, ৫ লাখ পাউন্ড পর্যন্ত দামের বাড়ি ঘর ক্রয়ের ক্ষেত্রে স্টাম্প ডিউটি মওকুফ, ঘড়-বাড়ি গরম রাখতে এনার্জি সেভিংয়ের জন্য ইন্সুলেশন গ্রান্ট পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত দেয়া হবে।
বর্তমানে যুক্তরাজ্যে ভিএটির হার ২০ পারসেন্ট। হসপিটালিটি ক্ষেত্রে বিশেষ করে রেষ্টুরেন্ট, পাব, টেকওয়ে ইত্যাদির ভিএটির হার কমানোর জন্য দীর্ঘদিন থেকে সংশ্লিষ্টরা আন্দোলন করে আসছিলেন। বিশেষ করে ইন্ডিয়ান রেষ্টুরেন্টে স্টাফ সংকট ও ভিএটি কমানোর এই দুটি দাবী সবসময় শীর্ষে ছিল। অস্থায়ীভাবে হলেও তিন চতুর্থাংশ ভিএটি কমানোকে স্বাগত জানিয়েছেন ইন্ডাষ্ট্রি নেতৃবৃন্দ।
চ্যান্সেলর রিশি সোনাক যারা ফারলোতে আছেন অর্থাৎ ঘরে বসে এখন বেতন পাচ্ছেন তাদের চাকরি বহাল রাখার জন্য এম্পলয়ারদের এক হাজার পাউন্ড পর্যন্ত বোনাস প্রদান করবেন ঘোষণা দিয়েছেন। বিনিময়ে এসব ওয়ার্কারদের অন্ততপক্ষে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত ন্যূনতম ৫২০ পাউন্ড বেতনে চাকরির নিশ্চয়তা দিতে হবে এম্পলয়ার অর্থাৎ নিয়োগ কর্তার।

যেসব প্রণোদনা ঘোষণা করেছেন এরমধ্যে রয়েছে:

হসপিটালিটি ক্ষেত্রে ভিএটি হ্রাস
সোনাক বলেন, হসপিটালিটি সেক্টরে ২ মিলিয়ন অর্থাৎ ২০ লাখ মানুষ কাজ করেন, এবং কভিড ১৯ এর কারণে এই সেক্টর সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন। তাই এই সেক্টরে খাবার, হোটেলে থাকা ও বিভিন্ন আকর্ষণীয় স্থানে ভ্রমণ ইত্যাদিতে ভিএটি ২০ পারসেন্ট থেকে ৫ পারসেন্টে আনা হয়েছে। ১২ জানুয়ারী ২০২১ পর্যন্ত এই হার বহাল থাকবে। তিনি বলেন এর ফলে দেড়লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠান লাভবান হবে যাতে সরকারে ব্যয় হবে চার বিলিয়ন পাউন্ড।

রেষ্টুরেন্টে খাবার ক্ষেত্রে ৫০ পারসেন্ট ডিসকাউন্ট
কনজ্যুমার যাতে রেষ্টুরেন্ট ও ক্যাফেতে খরচ করেন সে লক্ষ্যে ‘ইট আউট টু হেল্প আউট ডিসকাউন্ট’ স্কীম চালু করা হচ্ছে। আগষ্ট মাসে এই স্কীমের অধীনে অংশগ্রহণকারী রেষ্টুরেন্টগুলো সোমবার থেকে বুধবার পর্যন্ত ৫০ পারসেন্ট ডিসকাউন্ট দেবে খাবারে, সর্বোচ্চ জনপ্রতি ১০ পাউন্ড হিসাবে। শিশু সহ প্রত্যেকেই ১০ পাউন্ড ডিসকাউন্ট পাবেন। যে সমস্ত রেষ্টুরেন্ট এই স্কীমে অংশ নেবে তারা সরকারের কাছে এই ডিসকাউন্টের অর্থ ক্লেইম করবে এবং পাঁচদিনের মধ্যেই তাদের ব্যাংক একাউন্টে এসে এই অর্থ জমা হবে। চ্যান্সেলর সোনাক বলেন, এক দশমিক ৮ মিলিয়ন মানুষ এই সেক্টরে কাজ করেন, তাদের চকরি রক্ষার্থে এটি সহায়তা করবে।

কিকস্টার্ট স্কীম
অল্পবয়সিদের চাকরি ক্ষেত্রে প্রবেশের জন্য ‘কিকস্টার্ট’ নামের প্রকল্পের মাধ্যমে সাহায্য করা হবে। সরকার নতুন অল্পবয়সি ওয়ার্কারদের ৬ মাসের বেতন প্রদান করবে। লক্ষ লক্ষ চাকরি সৃষ্টির জন্য সরকারের খরচ হবে ২ বিলিয়ন পাউন্ড।

চাকরি এবং ট্রেনিং
জব সেন্টারে ট্রেনিং পরামর্শকদের সংখ্যা দ্বিগুন করা হবে। কোম্পানীগুলোকে বোনাস দিয়ে এপ্রেন্টেশীপ সম্পর্কে সাহায্য করা হবে। প্রত্যেকটি এপ্রেন্টেশীপ এর জন্য কোম্পানীগুলো ২ হাজার পাউন্ড করে পাবে। ২৫ বছরের উর্ধবয়সীদের এই স্কীমে নিলে কোম্পানীগুলো জনপ্রতি পাবে ১৫০০ পাউন্ড করে।

ফারলো স্কীম
অক্টোবরের শেষ দিকে ফারলো স্কীম শেষ হয়ে যাবে। সোনাক বলেন, এটা খোলা রাখলে এতে মানুষের মধ্যে একটি ধারণা সৃষ্টি হতে পারে তারা যে চাকরিতে ছিলেন এতে যেকোন সময়েই ফিরে যেতে পারেন। একটি জব রিটেনশন বোনাস স্কীম, ফারলো স্কীম সমাপ্ত করতে সহায্য করবে যাতে এম্পলয়াররা ১০০০ পাউন্ড বোনাস পাবেন। ফারলোর প্রত্যেকটি চাকরি যদি বহাল রাখা যায় তাহলে এতে সরকারের ব্যয় হবে ৯ বিলিয়ন পাউন্ড।

Share it in social media


আরও খবর