এক নজরে রিশি সোনাকের বাজেট

 

– ৫ বিলিয়ন পাউন্ডের রিষ্টার্ট গ্রান্ট । এনিয়ে বিজনেস ̧লোকে সরাসরি নগদ গ্রান্ট বা অনুদান দেয়া হয়েছে ২৫ বিলিয়ন পাউন্ড। এতে ব্যবসা প্রতিষ্ঠান ̧গুলো ৬ হাজার পাউন্ড থেকে ১৮ হাজার পাউন্ড পর্যন্ত অনুদান পাবে।
– নতুন বিজনেস ইন্টেরাপশান লোন স্কীম আসছে যার আওতায় ২৫ হাজার থেকে ১০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত লোন নেয়া যাবে।
– হসপিটালিটি এবং লেইজার খাতে আরও তিনমাস বিজনেস রেইট পরিশোধ করতে হবেনা এবং পরবর্তী নয়মাস শুধুমাত্র দুই ততীয়াংশ দিতে হবে। এতে সরকারের খরচ হবে ৬বিলিয়ন পাউন্ড।
– আগামী সেপ্টেম্বরের শেষ পর্যন্ত হসপিটালিটি অর্থাৎ রেষ্টুরেন্ট ও টেকওয়ের ভিএটি থাকবে ৫ পারসেন্ট। এরপরে এটি আরও ৬ মাসের জন্য  থাকবে সাড়ে ১২ পারসেন্ট এবং ২০২২ সালের এপ্রিলে তা পুরানো হার ২০ পারসেন্টে চলে যাবে।
– সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ফারলো স্কীম এর মেয়াদ বাড়ানো হয়েছে। আগের মতোই এম্পলয়িরা ৮০ পারসেন্ট বেতন পাবেন। তবে জুলাই ্ও আগষ্ট মাসে যথাক্রমে ১০ পারসেন্ট ও ২০ পারসেন্ট এম্পলয়ারদের দিতে হবে।
– হাউজিংয়ের ক্ষেত্রে স্টাম্প ডিউটি হলিডে যা জুনের শেষ পর্যন্ত ৫ লাখ পাউন্ড পর্যন্ত ছিল তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
– ফার্ষ্ট টাইম বাড়ি ক্রেতাদের জন্য  ৯৫ শতাংশ মর্গেজ গ্যারান্টিও ঘোষণা দিয়েছেন রিশি সোনাক।
– কর্পোরেশন ট্যাক্স বাড়িয়ে ১৯ পারসেন্ট থেকে ২৫ পারসেন্ট করা হয়েছে যা ২০২৩ সালের এপ্রিল থেকে কার্যকর হবে। যেসব ব্যবসা ২ লাখ ৫০ হাজার পাউন্ড পর্যন্ত ব্যবসা করবে তারাই শুধুমাত্র ২৫ পারসেন্ট ট্যাক্স দেবে। এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের মাত্র ১০ শতাংশ।
– এ্যালকোহোলে কোন ট্যাক্স বাড়েনি
– জ্বালানীতেও কোন ট্যাক্স বাড়েনি।

Share it in social media


আরও খবর