বিয়ের অনুষ্ঠান নিয়ে হাজারো পরিবার বিপাকে

 

করোনা ভাইরাস এর কারণে মার্চ মাসে লকডাউন শুরু হলে দেশে হাজার হাজার বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়।         এতে বিপাকে পড়েন অভিভাবকরা এবং বর কনেরা। ভেন্যু ও ইভেন্ট অর্গেনাইজারদের কাছে তাদের ডিপোজিট অথবা দেয়া পেমেন্টের সম্পূর্ণ অর্থ আটকা পড়ে। বিয়ের অনুষ্ঠান সরকারী নিষেধাজ্ঞার কারণে অনিশ্চিত হয়ে যায়। ভাইরাস সংক্রমণ রোধে সবধরণের সমাবেশ নিষিদ্ধ হয়। বিশেষ করে এশিয়ান বিয়েতে অতিথির সংখ্যা বেশি হওয়ায় ইভেন্ট ভেন্যু ও অর্গেনাইজারদের দেয়া অর্থের পরিমাণ অন্যের চেয়ে বেশি। বাতিল হওয়া বিয়ের রিফান্ড দিচ্ছেনা ভেনু ও ক্যাটারার্সরা। কনজিউমার রাইটস্্ অনুযায়ী তাদের সম্পূর্ণ রিফান্ড পাওয়ার অধিকার রয়েছে। হাজার হাজার অভিযোগ পড়েছে সরকারের দ্যা কম্পিটিশন এ্যান্ড মার্কেট অথরিটির (সিএমএ) কাছে। এদিকে সরকার সামারে ভাইরাসের প্রকোপ কমার পরে ৩০ জন পর্যন্ত অনুষ্ঠানে অনুমোদন দেয়। সেপ্টেম্বরের শেষ থেকে এটি আবার কমিয়ে আনা হয় ১৫জনে। সরকারের নির্দেশনায় যা রয়েছে:

বিয়েতে ক’জন লোক যোগ দিতে পারবেন?
ইংল্যান্ডে বিয়ের অনুষ্ঠানে এবং সিট-ডাউন রিসেপশনে অতিথির সংখ্যা ৩০ জন থেকে কমিয়ে ১৫ জনে আনা হয়েছে।
বিয়ের অনুষ্ঠানগুলি কেবলমাত্র “কোভিড-সুরক্ষিত” স্থানগুলিতে অনুষ্ঠিত হতে পারে এবং বেশিরভাগ পরিস্থিতিতে ছয় জনের বেশি গ্রুপকে অনুমতি দেয়ার নিয়ম এখানে ব্যতিক্রম।
২৩ শে মার্চ লকডাউন শুরু হওয়ার পরে বিয়ের সমাগম নিষিদ্ধ করা হয়েছিল, এবং দেশব্যাপি হাজার হাজার বিয়ের অনুষ্ঠান অনিশ্চয়তায় পড়ে যায়।
বর্তমান নিয়ম অনুযায়ী ভিন্ন ভিন্ন পরিবারের ছয়় জনের বেশি মানুষ একসাথে জড়িত হতে পারেন না ইংল্যান্ডে। তবে বিয়ের অনুষ্ঠান বা এর রিসেপশনে একটু ব্যতিক্রম রাখা হয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ জনকে নিয়ে “কোভিড-সুরক্ষিত” ভেন্যুতে সামাজিক দুরত্ব বজায় রেখে বিয়ের অনুষ্ঠান করা যাবে। স্কটল্যান্ডে, ২০ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ৩০ জনের বেশি বিয়েতে যোগ দিতে পারবেন না। ভেন্যুর ঝুঁকি নির্ধারণের উপর ভিত্তি করে অতিথির সংখ্যা ওয়েলসে ৩০ জন পর্যন্ত হতে পারে।

কোভিড-সুরক্ষিত বিয়ের অনুষ্ঠান সম্পর্কে সরকারী নির্দেশিকা
– নিরাপত্তা নিশ্চিতকরণ সাপেক্ষে ভেন্যুগুলি পুনরায়় খোলা যাবে
– অনুষ্ঠানগুলি যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত
– অনুষ্ঠানে একান্ত জরুরী না হলে কোনও খাবার বা পানীয় পরিবেশন করা ঠিক নয়
– গান বাজনা বাজানোর অনুমতি রয়েছে তবে কোনও পারফরম্যান্স জোরে সোরে করা যাবেনা যাতে লোকজন চেচামেচি করে ।
– সর্বাধিক ১৫ জন উপস্থিত থাকতে পারবেন এবং কেবল যেখানে সামাজিক দূরত্বের ব্যবস্থা রয়েছে। যারা কাজ করছেন তারা এই গ্রুপের অন্তর্ভুক্ত নয়।
– বিভিন্ন পরিবার কমপক্ষে এক মিটার দূরে থাকতে হবে
– অনুষ্ঠানে সবার নাম ঠিকানা তথ্যাদি রাখতে হবে।

বাতিল বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আপনার অধিকার কি?
দ্যা কম্পিটিশন এ্যান্ড মার্কেট অথরিটি (সিএমএ) বিয়েতে কনজিউমার অধিকার সম্পর্কিত একটি নির্দেশিকা প্রকাশ করেছে।
– আপনার অনুষ্ঠান যদি মার্চের শেষের দিকে এবং সেপ্টেম্বরের শেষের মধ্যে হওয়ার কথা থাকে আর আপনি জুলাই মাসে লকডাউন আংশিকভাবে তোলার আগে বাতিল করে থাকেন তাহলে আপনি সম্পুর্ণ রিফান্ড পাওয়ার যোগ্য।
– আপনি যদি ”নন-ফেরতযোগ্য” ডিপোজিট প্রদান করে থাকেন সেটাও ফেরত পাওয়ার আপনার অধিকার আছে। তবে ভেন্যু বা ইভেন্ট ক্যাটারার্স আপনাকে কোন সেবা দিয়ে থাকলে এর খরচের অংশটুকু কেটে রাখতে পারেন যেমন, ফুড টেষ্টিং ইত্যাদির খরচ।
– কোন ভেন্যুর মালিক যদি বিয়ের প্ল্যানিংয়ের জন্যে ইতোমধ্যেই কিছু ব্যয় করে থাকেন যা ফেরত আনা যাবেনা তা কেটে রাখতে পারবেন। তবে সাধারণ স্টাফদের খরচ, ভেন্যু রক্ষণাবেক্ষণ ইত্যাদির ব্যয় কেটে রাখতে পারবেন না।
– ভেন্যু বা ইভেন্ট অর্গেনাইজার আপনার ডিপোজিটের আংশিক অর্থ কেটে রাখতে পারেন তবে কনজিউমার আইন অনুযায়ী তাকে অবশ্যই এর যথাযথ হিসাব বা ব্রেকডাউন দিতে হবে।

ইন্সুরেন্স ক্লেইম করা যাবে কি?
বেশিরভাগ ইন্সুরেন্সই সরকারি কোন পদক্ষেপকে কাভার করে না। তাই লকডাউনের কারণে আপনার বিয়ের অনুষ্ঠান প্রভাবিত হলে অর্থ নাও পেতে পারেন। তবে কিছু কিছু ইন্সুরেন্স কোম্পানী কোন কোন ক্ষেত্রে অর্থ ফেরত দিচ্ছে।

Share it in social media


আরও খবর