ভাইরাস সংক্রমণ রোধে বরিস জনসনের কড়া নির্দেশাবলী

 

করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন বিধি নিষেধ আরোপ করেছেন।  যুক্তরাজ্যে দ্বিতীয় দফা করোনা ভাইরাস সংক্রমণ খুব দ্রুত বাড়ছে। ধারণা করা হচ্ছে বর্তমান হারে ভাইরাস সংক্রমণ বাড়তে থাকলে অক্টোবরের তৃতীয় সপ্তাহ নাগাদ এই সংক্রমণের হার প্রতিদিন ৫০ হাজার পর্যন্ত পৌছাতে পারে। এন্এইচ্এস এবং হাসপাতালগুলো আবার চাপের মুখে পড়তে পারে। মৃত্যুর হারও অস্বাভাবিকভাবে বাড়তে পারে।
গত আগষ্টমাসে ইট্ আউট টু হেল্প আউট স্কীমের সাফল্যে হসিপিটালিটি সেক্টর মোটামুটি চাঙ্গা হয়ে উঠেছিল। রেষ্টুরেন্ট ও টেকওয়েগুলো নিজেদের থেকেই একটি ডিসকাউন্ট অফার চালু রাখে। কোবরা বিয়ারও রেষ্টুরেন্টের সাথে মিলে ফ্রি বিয়ারসহ ডিসকাউন্ট স্কীম চালু করে। ভাইরাস সংক্রমণ রোধে রেষ্টুরেন্ট ও পাবগুলোর জন্যও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর পরিণতি নিয়ে হসপিটালিটি সেক্টর এখন বিপর্যয়ের সম্মুখীন। প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দিয়েছেন যদি মানুষের আচরণ পরিবর্তন না হয় এবং পরিস্থিতির উন্নতি না হয় তাহলে আগামী ছয় মাস পর্যন্ত এই কঠোর বিধি নিষেধ বহাল থাকবে এবং আরও কঠিন পদক্ষেপ নেয়া হতে পারে।
গত ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বরিস জনসন যে সমস্ত কড়াকড়ি আরোপ করেন এর মধ্যে রয়েছে:

হসপিটালিটি সেক্টর
– সকল পাব, বার এবং রেষ্টুরেন্ট শুধুমাত্র টেবিলে খাবারও ড্রিংকস পরিবেশন করতে পারবে, টেকওয়ে নয়।
– সব ধরণের হসপিটালিটি ভেন্যু, যেমন রেষ্টুরেন্ট, বার পাব ও টেকওয়ে ১০টার মধ্যে বন্ধ করতে হবে। তবে টেকওয়ে ডেলিভারী দেয়া যাবে ১০টার পরে কিন্তু কাস্টমার এসে নেয়ার জন্য খোলা রাখা যাবেনা।

কাজের অবস্থান
– অফিস ওয়ার্কার এবং অন্যান্য যারা বাড়ি থেকে কাজ করতে পারেন তারা তা অব্যাহত রাখবেন
– অন্যান্য যারা বাড়ি থেকে কাজ করতে পারবেন না যেমন, কন্সট্রাকশন, দোকান পাটে কর্মরতরা কাজ চালিয়ে যেতে পারবেন যতক্ষণ পর্যন্ত তাদের কাজের জায়গায় যথাযথ কভিড-১৯ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

ফেইস মাস্ক এর বাধ্যবাধ্যকতা
– দোকান পাটে স্টাফ, ট্যাক্সি ব্যবহারকারী ও রেষ্টুরেন্ট পাবসহ হসপিটালিটি ভেন্যুতেও মাস্ক পরা বাধ্যতামূলক, যখন সিটে বসে খাবার অথবা পানীয় গ্রহণ করবেন তখন ছাড়া
– মাস্ক না পড়লে অথবা ৬জনের বেশি একসঙ্গে বসে আইন ভঙ্গ করলে জরিমানা দ্বিগুন করা হয়েছে ২০০ পাউন্ড পর্যন্ত।

আইনগত বাধ্যবাধকতা এবং কার্যকারীতা
– রিটেইল, লেইজার, টুরিজম এবং অন্যান্য সেক্টরে কভিড -নিরাপত্তা নির্দেশনা মেনে চলা আইনিভাবে বাধ্যতামুলক
– এই নিয়মকানুন কার্যকর করার জন্য পুলিশ ও লোকাল অথরিটিকে অতিরিক্ত তহবিল যোগান দেয়া হবে এবং প্রয়োজনে সেনাবাহীনিকে ব্যববহার করা হবে।

গ্রুপের ব্যাপারে বিধি নিষেধ
– বিয়ে শাদী বা কোন অভ্যর্থনা অনুষ্ঠানে মাত্র ১৫ জন উপস্থিত থাকতে পারবেন যা পূর্বে ছিল ৩০ জন। তবে জানা যায় ৩০জন পর্যন্ত উপস্থিত থাকতে পারবেন না।
– ইনডোর খেলাধুলায় রুল অব সিক্স অর্থাৎ সর্বোচ্চ ৬ জনের নিয়ম বহাল থাকবে
– বিজনেস কনফারেন্স, এক্সিবিশন এবং বড়ধরণের খেলাধুলার অনুষ্ঠান করা যাবেনা যা ১লা অক্টোবর থেকে করা যাবে ঘোষনা দেয়া হয়েছিল।

Share it in social media


আরও খবর